চিলমারীতে ব্রহ্মপুত্র নদে লাখো পুণ্যার্থীর অষ্টমীর স্নান সম্পন্ন

এখন জনপদে , ধর্ম
জীবনযাপন
0

কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদরের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে আজ (শনিবার, ৫ এপ্রিল) অষ্টমীর স্নান করেছেন হিন্দু সম্প্রদায়ের লাখো পুণ্যার্থী। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়ে আসছে।

রনপাগলী সার্বজনীন পূজা মন্দিরের পুরোহিত বুদ্ধ দেব চক্রবর্তী জানান, এবার অষ্টমী তিথি শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টা ৮ মিনিট থেকে শনিবার রাত ১২টা ৮ মিনিট পর্যন্ত স্নানের সময়। তবে স্নানের উত্তম লগ্ন ছিল শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ১২টা ৪১মিনিট পর্যন্ত।

এ কারণে শনিবার ব্রহ্মপুত্র নদের পাড়ের ব্যাঙমারা ঘাট থেকে দক্ষিণে জোড়গাছ পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে পুন্যার্থীর স্নান করেন। নানান আচার-অনুষ্ঠান পালন এবং পুজা-অর্চনার মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা।

আরো পড়ুন: জামালপুরে পাপ মোচনের আশায় অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থীর ঢল

এদিকে পুণ্য স্নানকে ঘিরে চিলমারীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপি মেলা। এরমধ্যে শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত স্নানস্থলে এবং রোববার (৬ এপ্রিল) সকাল থেকে জোড়গাছ বাজার ও কাঁচকোল বাজার মেলা শুরু হবে।

পুর্ণার্থীরা সড়ক, রেল ও নৌপথে দিনাজপুর, বগুড়া, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধাসহ জেলার রৌমারী, উলিপুর, নাগেশ্বরী, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী ও রাজারহাটসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসেছ।

লালমনিরহাট থেকে স্নান করতে আসা ধীরেন্দ্র নাথ রায় জানান, ব্যবস্থাপনা ভালো থাকায় নির্বিঘ্ন স্নান করতে পেরে খুব খুশি তারা।

আরো পড়ুন: পুরাতন ব্রহ্মপুত্র নদের অষ্টমী স্নানে হাজারো পুণ্যার্থীর ভিড়

এ প্রসঙ্গে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, 'পণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে স্নান করতে পারেন এজন্য স্নান ও মেলা স্থলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার, ভিডিপিসহ স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন।'

এছাড়া পুণ্যার্থী মহিলারা যাতে স্নান শেষে কাপড় বদলাতে পারেন এজন্য গ্রহণ করা ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় দুর্ভোগে পড়েন অনেক মহিলা পুণ্যার্থী।

এসএস