ফিচার স্টোরি , সরুয়া
জীবনযাপন
Print Article
Copy To Clipboard
0
দেশে দেশে ঐতিহ্যবাহী শরবতের যত রকমফের
"শরবত" শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে। যার অর্থ বরফের পানীয়। ভারতে শরবতের প্রচলন শুরু হয় ১৭ শতকে। মুঘলরা সেখানে প্রচলন করেছিলেন। সম্রাট বাবরের শাসনামলেই ভারতে শরবত বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কথিত আছে, সে সময় হিমালয় থেকে বরফ ব্যবহার করে বরফযুক্ত শরবত তৈরি করা হতো।
এই সম্পর্কিত অন্যান্য খবর