আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা রিটের শুনানি শুরু হয়েছে।
আরও পড়ুন:
এর আগে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানিতে সকাল থেকেই কুমিল্লার দেবিদ্বার থেকে শত শত নেতাকর্মী মুন্সীর পক্ষে আদালতের বারান্দায় জড়ো হয়। এ কারণে রিটের শুনানি হয়নি। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন বিএনপি প্রার্থী মুন্সীর প্রার্থিতা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।




