চিফ প্রসিকিউটরের আবেদনে বলা হয়েছে, গুমের অনেক ঘটনায় সরাসরি নির্দেশ ছিল শেখ হাসিনার।
গুমের সব অপারেশনের দায়িত্ব পালন করতেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোখছুরুল হক। গুমের শিকার পরিবারদের হয়রানির পাশাপাশি গণভবনে ডেকে নাটক সাজানো হতে বলে জানান চিফ প্রসিকিউটর।
মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, পলাতক ডিজিএফআইয়ের চার সাবেক মহাপরিচালক এবং গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনকে।
আরও পড়ুন:
গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের শুনানিতে জানানো হয়, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে ডিজিএফআইয়ের বিরুদ্ধে।





