গুম-নির্যাতনের ঘটনায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা তথাকথিত আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটরের আবেদনে বলা হয়েছে, গুমের অনেক ঘটনায় সরাসরি নির্দেশ ছিল শেখ হাসিনার।

গুমের সব অপারেশনের দায়িত্ব পালন করতেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোখছুরুল হক। গুমের শিকার পরিবারদের হয়রানির পাশাপাশি গণভবনে ডেকে নাটক সাজানো হতে বলে জানান চিফ প্রসিকিউটর।

মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, পলাতক ডিজিএফআইয়ের চার সাবেক মহাপরিচালক এবং গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জনকে।

আরও পড়ুন:

গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের শুনানিতে জানানো হয়, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে ডিজিএফআইয়ের বিরুদ্ধে।


এফএস