র্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করা হয়। এ অবৈধ কোম্পানি থেকে বিপুল পরিমাণ নকল টমেটো সস, সয়া সস ও সাদা সিরকা জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম জানান, র্যাব-১১ এর সহযোগিতায় একটি নকল খাদ্যদ্রব্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এখানে বিভিন্ন ধরনের নকল সস তৈরি করা হয়। এসব সস নারায়ণগঞ্জের বড় দুটি বাজারে সরবরাহ করা হয়ে থাকে।
নকল এ সসগুলো মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি। প্রতিষ্ঠানের মালিককে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান তিনি।





