নারায়ণগঞ্জ নকল খাদ্য উৎপাদন কারখানায় যৌথ অভিযান, জেল ও জরিমানা
নারায়ণগঞ্জে র্যাব ১১ ও জেলা প্রশাসকের যৌথ অভিযানে আজমেরী কনজ্যুমার ফুড কোম্পানি লিমিটেড নামে একটি কারখানায় বিপুল পরিমাণ নকল সস জব্দ করা হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট পূর্ব সস্তাপুর এলাকা হতে এ নকল সস জব্দ করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মো. ওয়াহিদকে এক লাখ টাকা জরিমানাসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।