মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ধার্য কাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
1

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলায় রায়ের দিন ধার্য হতে যাচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর)। আজ (বুধবার, ২২ অক্টোবর) আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল এ ঘোষণা দেন।

প্রসিকিউশন জানায়, আগামীকাল চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল তাদের সমাপনী বক্তব্য রাখবেন। তারপর আনুষ্ঠানিকভাবে মামলার রায়ের জন্য দিন ধার্য হবে। এসময় রাজসাক্ষী হওয়া চৌধুরী আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়।

আরও পড়ুন:

এর আগে দুপুরে শুরু হয় আসামি পক্ষের আইনজীবী আমির হোসেনের যুক্তিতর্ক। এসময় তিনি, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ওপর আরোপিত অভিযোগ প্রমাণ হয়নি দাবি করে তাদের বেকুসুর খালাস চান।

এরপর যুক্তিতর্ক উপস্থাপন করেন আল মামুনের আইনজীবী। যুক্তিতর্ক শেষে প্রসিকিউশন আসামিপক্ষের বিভিন্ন যুক্তিতর্কের জবাব দেন।

এসএস