অপরাধী সেনাসদস্যদের ট্রাইব্যুনালে হাজিরা ‘বড় অর্জন’— গুমে ক্ষতিগ্রস্ত পরিবারের মন্তব্য

সংবাদ সম্মেলনে কথা বলছেন গুমের শিকার ব্যক্তিরা
সংবাদ সম্মেলনে কথা বলছেন গুমের শিকার ব্যক্তিরা | ছবি: এখন টিভি
0

অপরাধী সেনাসদস্যদের ট্রাইব্যুনালে হাজির করতে পারাকে ‘বিশাল অর্জন’ বলে মন্তব্য করেছেন পতিত সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিরা। আজ (বুধবার, ২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের হাজিরার পর গণমাধ্যমকর্মীদের তারা এ কথা বলেন।

এ সময় অপরাধীদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে বহন ও ক্যান্টনমেন্টে সাব কারাগারে রাখার সমালোচনা করে বলেন, ‘আমাদের যেভাবে আয়নাঘরে রাখা হয়েছিল, আসামিদেরও সেভাবে রাখতে হবে।’

এ সময় প্রয়াত জামায়াত নেতা গোলাম আজমের পুত্র ব্রিগ্রেডিয়ার (অব.) আজমি বলেন, ‘যারা অপরাধ করেছেন তাদের জন্য সেনাবাহিনীকে দোষারোপ করলে চলবে না।’ ভারত এদেশের জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি করার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে গুমের স্বীকার ব্যারিস্টার আরমান বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিদের যারা দেশ ছাড়তে সহায়তা করেছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।’

ইএ