বিইউপি শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিও গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
1

ঢাকার সাভারে টিউশন শেষে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল (রোববার, ১৯ অক্টোবর) রাত ৩টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভারে নিয়ে আসা হয়।

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মিঠু বিশ্বাস নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ।

তারা সবাই সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার বাসিন্দা।

আরও পড়ুন:

এদিকে, গ্রেপ্তারকৃত সোহেল রোজারিওকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি জালাল উদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। বাকি আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

ইএ