শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক শুরু করে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। গত ১৬ অক্টোবর টানা পাঁচদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। ওই দিন হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আরও পড়ুন:
একইসঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন তিনি। এদিকে ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই গণঅভ্যুত্থান-কালীন আশুলিয়ায় লাশ পড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।





