আজ পৃথক তিন মামলায় আদালতে নয়জন সাক্ষী সাক্ষ্য দিবেন। এরপর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মামলায় একই সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিবেন।
আরও পড়ুন:
আজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ডরুম সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ম্যাজিস্ট্রেট এম মিজবাহউর রহমান, সেফাতুল্লাহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তাসহ নয়জন।
এর আগে চতুর্থ দিনে তিন মামলায় ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন সাক্ষী সাক্ষ্য দেয়। এর আগে চলতি বছরের ১১ আগস্ট প্রথম দিনে এসব মামলার তিন বাদী, ২৬ অগাস্ট ১৭ জন এবং তৃতীয় দিন ২ সেপ্টেম্বর ১৮ জন সাক্ষ্য দেন।





