প্রসিকিউটর তানভীর জোহা মামলার ৫২তম সাক্ষী। তিনি তদন্তকালে শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। সে ফোনালাপ ট্রাইব্যুনালে শোনান তিনি। সাক্ষ্যগ্রহন শেষে জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্র-নিযুক্ত আইনজীবী আমির হোসেন।
আরও পড়ুন:
এর আগে গতকাল সাক্ষ্য ও জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত সাহেদ জুবায়ের লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি।
আরেকজন সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসানও গতকাল জবানবন্দি দেন। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশের বার্তা পাওয়া যায়। এদিকে, আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা চলছে।





