শেখ হাসিনা ও কামালসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন বিশেষ তদন্তকারী অফিসার

মানবতাবিরোধী অপরাধের মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি : সংগৃহীত
0

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানসহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন এ মামলার বিশেষ তদন্তকারী অফিসার ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ থেকে এ সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

প্রসিকিউটর তানভীর জোহা মামলার ৫২তম সাক্ষী। তিনি তদন্তকালে শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। সে ফোনালাপ ট্রাইব্যুনালে শোনান তিনি। সাক্ষ্যগ্রহন শেষে জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্র-নিযুক্ত আইনজীবী আমির হোসেন।

আরও পড়ুন:

এর আগে গতকাল সাক্ষ্য ও জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত সাহেদ জুবায়ের লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি।

আরেকজন সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসানও গতকাল জবানবন্দি দেন। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশের বার্তা পাওয়া যায়। এদিকে, আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা চলছে।

ইএ