‘আন্দোলন দমনে গুলি চালানোর নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি : সংগৃহীত
0

আন্দোলন দমনে গত বছরের ১৭ জুলাই ওয়ারলেস বার্তায় ডিএমপির সব ইউনিটকে সর্বোচ্চ বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন বাহিনীটির সাবেক কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ছাত্রদের যেখানে সমাবেশ, সেখানে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালাতে হবে। এমন দাবি করেছেন ডিএমপির ওয়ারলেস অপারেটর এএসআই কামরুল হাসান।

আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘সেদিন ওয়ারলেস বার্তায় ডিএমপি কমিশনারের সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন রামপুরা থানার ওসি। পরে সেই অডিও বার্তা ট্রাইব্যুনালে শোনানো হয়।’

এছাড়া আন্দোলন দমনের আরেকটি প্রমাণ হিসেবে ২০ জুলাই ও ৪ আগস্ট হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার অডিও বার্তাও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ।

আরও পড়ুন:

অন্যদিকে, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

ইএ