আন্দোলন কোনো ম্যাটিকুলাস ডিজাইনে হয়নি: আলী আহসান জুনায়েদ

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ | ছবি: সংগৃহীত
0

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, আন্দোলন কোনো ম্যাটিকুলাস ডিজাইনে হয়নি। সব ছিল বৈধভাবে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এসময় তিনি একথা জানান। সাক্ষ্যে যাত্রাবাড়ী, চিটাগাং রোডসহ আশপাশের এলাকার হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরেন।

শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন দাবি করেন পুরো জুলাই আন্দোলন ছিল অবৈধ। আন্দোলনকারীরাই ষড়যন্ত্র ও টার্গেট করে ছাত্র-জনতাকে হত্যা করেছে।

এদিন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন শহিদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি।

আরও পড়ুন:

এদিন ট্রাইব্যুনাল-২ এ রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দেয়া সিয়াম হোসেন আয়ানকে জেরা করছেন আসামীপক্ষ।

ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ আবু সাঈদ হত্যা মামলার ৬ আসামিকে।

সেজু