শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে শহিদ সৈকতের বোন সেবন্তি

ট্রাইব্যুনালে শহিদ সৈকতের বোন সেবন্তি
ট্রাইব্যুনালে শহিদ সৈকতের বোন সেবন্তি | ছবি: এখন টিভি
0

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের বিরুদ্ধে আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন শহিদ মাহমুদুর রহমান সৈকতে বোন সাবরিনা আফরোজ সেবন্তি।

আজ সকালে তিনি সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হোন। শেখ হাসিনার মামলায় তিনি ৪৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন সাবরিনা আফরোজ সেবন্তি। এর আগে গত রোববার (২১ সেপ্টেম্বর) এ মামলার সাক্ষ্য দেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

আরও পড়ুন:

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বেলা ৩টা ৩৭ মিনিটের দিকে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন মাহামুদুর রহমান সৈকত। গুলি লাগার সঙ্গে সঙ্গে সৈকত রাস্তায় লুটিয়ে পড়েন।

আন্দোলনকারীদের কয়েকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনেরা শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মাহামুদুরের মাথায় ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত মরদেহ পেয়েছিলেন। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল ‘গান শট’।

হাসপাতাল থেকে সরাসরি মোহাম্মদপুরের মারকাজুল ইসলামে নিয়ে গোসল দিয়ে সেখানেই মরদেহ রাখা হয়। সেদিন আর বাসায় আনা হয়নি। পরদিন সৈকতকে মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।

সেজু