শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ | ছবি: এখন টিভি
0

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে এ মামলার সর্বশেষ সাক্ষী নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে সকাল ১০টার দিকে উপস্থিত হন। গতকাল (বুধবার, ১৭ সেপ্টেম্বর) প্রায় দেড় ঘণ্টা সাক্ষ্য দেন এনসিপির এ নেতা।

আরও পড়ুন:

প্রথম দিনের জবানবন্দিতে ২০১৮ সালে কোটা প্রথা বাতিল, ২০১৯ সালের এক তরফা ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী, ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দিবেন ট্রাইব্যুনাল।

এছাড়া ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৩য় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, আজ সাক্ষ্য দিচ্ছেন দুই শহিদের পরিবার। সকালে এ মামলায় গ্রেপ্তার ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা

ইএ