ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, রাত ৮টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ৮টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ২ ইউনিট আসে। শেষ পর্ষন্ত ৭ টি ইউনিটের চেষ্টায় ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, এ বহুতল ভবনের ছাদ খোলা থাকার কথা থাকলেও সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। যেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করা কঠিন ছিলো।
জানা যায়, ভবনটির নিচ তলায় কিছু দোকান ছাড়া বাকি ফ্লোরে লাইটিংএর গোডাউন এবং অফিস ছিলো। ছাদে ভবনটির মালিক সাব্বির খানের লাইটিং এর গোডাউন ছিলো। যেখান থেকেই আগুনের সূত্রপাত।





