আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহসিনের আদালতে আসামিদের হাজির করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। আনিসুল হক ছাড়াও মামলার অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৬৫ জন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে মামলার আসামিরা ছাত্র জনতার ওপর হামলা করে। গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক আশিক মিয়া।
এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ২২ আগস্ট সোনারগাঁ থানায় মামলা করেন।





