১২০ জন এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ

আকিজ গ্রুপে চাকরির সুযোগ
আকিজ গ্রুপে চাকরির সুযোগ | ছবি: সংগৃহীত
0

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এরিয়া ইনচার্জ হিসেবে নিয়োগ দেবে ১২০ জনকে। এ সংক্রান্ত একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। এ চাকরির জন্য সরাসরি সাক্ষাৎকার নেয়া হবে আগামী ৬ ডিসেম্বর। এর জন্য প্রার্থীদের অগ্রীম আবেদন করার প্রয়োজন হবে না।

এ পদের জন্য অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এ চাকরির জন্য প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে এবং লাইসেন্সসহ মোটরসাইকেল থাকা আবশ্যক।

  • চাকরির ধরন: বেসরকারি
  • বেতন: শিক্ষানবিশকালে ২৪০০০ এবং এরপর ২৬০০০ টাকা।


এছাড়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও উৎসব ভাতাসহ অন্যান্য আরও বেশ কিছু সুযোগ-সুবিধা থাকছে।

আরও পড়ুন:

ফুলটাইম এ চাকরির কর্মস্থল ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, বাঘেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাদারিপুর ব্রাহ্মণবাড়িয়া,নারায়ণগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোণা, সিরাজগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল জেলার যেকোনো জায়গায় হতে পারে। বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা উল্লেখ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের দিন প্রার্থীদের অবশ্যই ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, অভিজ্ঞতা ও সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ আদ্-দ্বীন উইমেন্স মেডিকেলকলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭ এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এসএইচ