মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে শুরু হয়েছে রমজান

মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস | এখন
0

গাজার ধ্বংসস্তূপে স্বজনহারা ফিলিস্তিনিরা বুকে পাথর বেঁধে পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করলেও সীমান্তের ওপারে মিশরে দৃশ্যপট ভিন্ন। মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজ আদায় এবং শেষ প্রহরে সেহরি খেয়ে রোজা শুরু করেছেন কোটি ধর্মপ্রাণ মুসলিম।

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় রাজধানী জাকার্তার ইস্তিকলাল মসজিদে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয় পরদিন রোজা রাখার আনুষ্ঠানিকতা। ২৮ কোটি জনসংখ্যার দেশটিতে ৮৭ শতাংশ মুসলিমের জন্য পবিত্র রমজান শুরু হয়েছে আজ (শনিবার, ১ মার্চ)।

বাসিন্দাদের একজন বলেন, ‘সরকার যেন আমাদের খরচ কমায় আর রাজনৈতিক ইস্যু যাই হোক না কেন, মানুষ যেন উসকানিতে না ভোলে, এটাই আশা করি।’

আরেকজন বলেন, ‘বোমা হামলা বা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া যেভাবে ইন্দোনেশিয়ার মানুষ শান্তিতে রোজা রাখতে পারে, প্রার্থনা করি গাজার মুসলিমরাও যেন সেভাবে রোজা রাখতে পারেন।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাতেই শুধু নয়, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে রমজান শুরু হলো অবরুদ্ধ পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের জন্যেও। অন্যান্য বছর এ সময়ে বাজারে দম ফেলার জায়গা না থাকলেও এ বছর তীব্র অনিরাপদ পরিস্থিতিতে বাজারে মানুষের ভিড় কম, শহরে আলোর ঝলকানি আর রমজানের সাজসজ্জাও চোখে পড়ার মতো নয়।

গাজাবাসিদের একজন বলেন, ‘গাজায় যে যুদ্ধ হলো এবং পশ্চিম তীরে বর্তমানে যা ঘটছে, অবশ্যই গাজার অবস্থা অনেক খারাপ, কিন্তু পশ্চিম তীরেও জেনিন, তুলকার্ম, নূর শাম শরণার্থী শিবিরের বাসিন্দারা নতুন করে উদ্বাস্তু হয়েছে। নাবলুসে ইসরাইলের সেনা অভিযান চলছে। দেশে এই পরিস্থিতি, অর্থনৈতিক সংকটের মধ্যে রমজানের আনন্দ ম্লান হয়ে গেছে।’

আরেকজন বলেন, ‘রমজানে আমাদের অনেক আয়োজন থাকে। কিন্তু এ বছর এখনও কিছু কিনিনি। অবশ্যই কিনবো। কিন্তু অন্যান্য বছর যেমন খুব আনন্দ নিয়ে সব করি, এ বছর তেমনটা হচ্ছে না। অর্থনৈতিক পরিস্থিতিও খুব খারাপ।’

গাজার ধ্বংসস্তূপে স্বজনহারা ফিলিস্তিনিরা বুকে পাথর বেঁধে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করলেও সীমান্তের ওপারে দৃশ্যপট ভিন্ন। পবিত্র মাসটিতে উৎসবমুখর সাজে সেজেছে মিশরের নগরী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে সিয়াম সাধনা শুরু হয় মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলসহ বিশ্বের বেশিরভাগ অঞ্চলে। সিরিয়ায় রাজধানী দামেস্কে কাসিউন পর্বতের চূড়া থেকে টেলিস্কোপ দিয়ে রমজানের চাঁদ দেখেন সিরীয় জ্যোতির্বিজ্ঞান সমিতির সদস্যরা।

সিরিয়ার জ্যোতির্বিজ্ঞান সমিতির উপপ্রধান আব্দুল আজিজ স্নোবার বলেন, ‘জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রমজান মাস শুরু হলো। সূর্যাস্তের আগে দেখা দিয়ে এর পরপরই মিলিয়ে গেছে নতুন চাঁদ। এ দু'টো ঘটনার মধ্য দিয়ে আরবি নবম মাসে প্রবেশ করলাম আমরা।’

ইসলাম ধর্মে পবিত্রতম এবং হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান। নতুন চাঁদ দেখা যাওয়া থেকে রমজানের সিয়াম সাধনা শুরু, যেটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেলে সমাপ্তি ঘটবে রমজানের এবং শুরু হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তার আগ পর্যন্ত রমজানে মাসজুড়ে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর ইবাদতের উদ্দেশে দিনভর বিরত থাকবেন সব ধরনের খাবার গ্রহণ ও পানীয় পান করা থেকে।

ইএ