শপথ নেয়ার পরপরই তামাকবিরোধী কঠোর নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। এছাড়া তেল ও গ্যাস অনুসন্ধানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার কথা বলেন লুক্সন।
এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) ১২৩ আসনবিশিষ্ট পার্লামেন্টে সরকার গঠন করতে আরেক রক্ষণশীল দল এসিটি ও নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির সঙ্গে জোট গঠন করে ক্রিস্টোফার লুক্সনের দল।
নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথমবারের মতো এবার উপপ্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দু'জন। এরইমধ্যে লুক্সনের সঙ্গে উপপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফার্স্ট পার্টির নেতা উইস্টোন পিটার্স ।
আগামী দেড় বছর দায়িত্ব পালনের পর তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন আরেক জোটসঙ্গী এসিটির নেতা ডেভিড সেমুর।