শাটডাউনের পর মার্কিন সিনেটে পাশ হয়েছে তহবিল প্যাকেজ বিল

মার্কিন সিনেট ভবন
মার্কিন সিনেট ভবন | ছবি: আল জাজিরা
0

টানা ছয় সপ্তাহ রেকর্ড শাটডাউনের পর এবার মার্কিন সিনেটে পাশ হয়েছে তহবিল প্যাকেজ বিল। এতে অবসান ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের চলমান সরকারি অচলাবস্থার। খুব শিগগিরই সংকট সমাধানে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেশ কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিকে গত শুক্রবার (৭ নভেম্বর) থেকে ফ্লাইট চলাচল কমানোয় তিন হাজার ৩০০ ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো।

মার্কিন ইতিহাসে দীর্ঘ সরকারি শাটডাউনে টানা ৪০ দিন ধরে বেতন ছাড়া কাজ করছেন অসংখ্য ফেডারেল কর্মী। আটকে আছে নিম্ন আয়ের মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা কার্যক্রম। বিপর্যস্ত হয়ে পড়েছে এভিয়েশন খাতও। শুক্রবার যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি বিমান বন্দরে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায় পৌঁছেছে।

এমন পরিস্থিতি থেকে উত্তরণে রোববার রাতে ভোটে অংশ নেয় মার্কিন সিনেটররা। এসময় পাল্টা-পাল্টি যুক্তি দেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা।

সিনেটের মাইনরিটি নেতা চাক শুমার বলেন, ‘স্বাস্থ্যসেবা সংকট এতটাই তীব্র, এত জরুরি, এতটাই ধ্বংসাত্মক যে আমি সরল বিশ্বাসে এ সিআরকে সমর্থন করতে পারি না। তারা স্বাস্থ্যসেবা সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, এ ভোটটি যাই হোক না কেন, এ লড়াই চলবে। অবশ্যই চলতে থাকবে।’

সিনেটের মেজরিটি নেতা জন থুন বলেন, ‘বিমান ভ্রমণের ক্ষেত্রে আমরা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছি। আমাদের কর্মীরাও ৪০ দিন ধরে বেতন ছাড়াই কাজ করছেন। আমরা চাই রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাটরাও এই বিলকে সমর্থন করবেন। সবারই এখনই পদক্ষেপ নেয়ার সময়।’

আরও পড়ুন:

গতকাল (রোববার, ৯ নভেম্বর) শাটডাউন অচলাবস্থা থেকে দেশকে টেনে তুলতে সিনেটে ভোট দিয়েছেন আট ডেমোক্র্যাট সিনেটর। তবে ডেমোক্র্যাটদের সিনেট লিডার চাক শুমার না ভোট দিয়েছেন। সবমিলিয়ে পদ্ধতিগত ভোটের পক্ষে ৬০ এবং বিপক্ষে ভোট পড়েছে ৪০টি। এতে করে সরকারি অচলাবস্থার সমাধানে বেশ আশাবাদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘মনে হচ্ছে আমরা শাটডাউন শেষ করার খুব কাছাকাছি চলে এসেছি। আমরা কখনই আমাদের দেশে আসা প্রকৃত বন্দী, অবৈধদের কোনও উল্লেখযোগ্য অর্থ বা কোনও অর্থ দিতে রাজি হব না। আমি মনে করি ডেমোক্র্যাটরা এটি বুঝতে পেরেছেন।’

সিনেট সোমবার স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত মুলতবি রাখায় সংশোধিত বিলটি পাশ হয়নি। পাশ হলে বিলটি প্রতিনিধি পরিষদ দ্বারা অনুমোদিত হতে হবে। এরপর স্বাক্ষরের জন্য পাঠাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে শাটডাউন থেকে উত্তরণে আরও বেশ কয়েক দিন সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

শাটডাউন পরিস্থিতি থেকে বন্ধ করা গেলে কোনা বাধা ছাড়াই ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকভাবে চলবে যাবতীয় কার্যক্রম। ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইও প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন। এছাড়া ছুটিতে থাকা কর্মীরাও যাতে বেতন পান তা নিশ্চিত করা হবে ।

এসএস