ট্রাম্প জানান, বাণিজ্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে। এসময় তিনি মোদিকে আবারও তার ঘনিষ্ঠ বন্ধু বলে অবহিত করেন।
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করেছে ভারত। তাই তাদের সঙ্গে শুল্ক ও বাণিজ্য চুক্তির এগিয়ে নেয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন।
দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আগামী বছর ভারত সফরেও আসবেন বলে জানিয়েছেন ট্রাম্প। গেল সপ্তাহে হোয়াইট হাউজ জানিয়েছিল, মোদির সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন ট্রাম্প।





