নিউইয়র্কের পর আরও দুই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয়

জোহরান মামদানি, মিকি শেরিল ও ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার।
জোহরান মামদানি, মিকি শেরিল ও ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার। | ছবি: সংগৃহীত
0

নিউইয়র্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে নিউজার্সি ও ভার্জিনিয়ায় স্টেট গভর্নর নির্বাচনেও। দুটি অঙ্গরাজ্যের ক্ষমতাসীন রিপাবলিকানদের হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন ডেমোক্র্যাট দুই প্রার্থী।

নিউজার্সির ইতিহাসে দ্বিতীয় নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক দলের মাইকি শেরল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেরল পেয়েছেন ৫৬ দশমিক ২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াটারেলি পেয়েছেন ৪৩ দশমিক ২ ভোট।

আরও পড়ুন:

এদিকে ভার্জিনিয়ার নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী আ্যাবিগেইল স্প্যানবার্গার ৫৭ দশমিক ৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী উইনসাম আর্ল‑সিয়ার্স পেয়েছেন ৪২ দশমিক ৪ ভোট। স্প্যানবার্গার ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম নারী গভর্নর। গেল বছর পদটি রিপাবলিকানদের দখলে ছিল।

ইএ