ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর অ্যাবিগেইল

অ্যাবিগেইল স্প্যানবার্গার
অ্যাবিগেইল স্প্যানবার্গার | ছবি: সংগৃহীত
0

ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাবিগেইল স্প্যানবার্গার। রাজ্যের ইতিহাসে তিনিই প্রথম নারী গভর্নর। অ্যাবিগেইল স্প্যানবার্গার রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেছেন।

আরও পড়ুন:

১৯৭৭ সালের পর থেকে এ অঙ্গরাজ্যে কেবল একবারই বর্তমান প্রেসিডেন্টের দলের প্রার্থী গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন, বাকি সব নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরাই গভর্নরের আসন দখল করেছেন। স্প্যানবার্গারের এ জয় অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

এফএস