মেক্সিকো সিটির সেনা ক্যাম্পে ভাঙচুর-হামলা; শিক্ষার্থীদের বিক্ষোভ

মেক্সিকোর সেনা ক্যাম্পে ভাঙচুর-হামলা
মেক্সিকোর সেনা ক্যাম্পে ভাঙচুর-হামলা | ছবি: সংগৃহীত
0

শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মেক্সিকো সিটির সেনা ক্যাম্পে ভাঙচুর ও হামলা চালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, ২০১৪ সালে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে দেশটির সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে।

এসময় বিক্ষোভকারীরা সেনাবাহিনী ও পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গতকাল (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) রাজধানী মেক্সিকো সিটির সামরিক ক্যাম্পের বাইরে দুই ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

এরপর আন্দোলন রূপ নেয় সহিংসতায়। সামরিক স্থাপনার ভেতরে হামলা চালায় তারা। ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজের ঘটনা মেক্সিকোর মানবাধিকার সংকটের অন্যতম বড় ঘটনা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সচিবের স্বচ্ছতার দাবি তুলে বিক্ষোভ দানা বাধতে শুরু করে।

এসএস