যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেছে কমপক্ষে তিনজনের। আহত হয়েছে আরো তিনজন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ভার্জিনিয়ার স্পটসিলভেনিয়া কাউন্টিতে গোলাগুলি হয়।
ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ এবং তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ জানিয়েছে, হামলায় হতাহতদের নাম, পরিচয় বা বয়স এখনও জানা যায়নি। স্পষ্ট নয় হামলার উদ্দেশ্যও। সন্দেহভাজন হিসেবেও কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।