গতকাল (সোমবার, ৭ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
নেতানিয়াহুও সেসময় ফিলিস্তিনিদের অন্য যেকোনো দেশে চলে যাওয়ার কথা বলেন।
হামাসের হাত থেকে বন্দিদের মুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও ইসরাইলিদের আশ্বস্ত করেন এই দুই নেতা। বৈঠকে কথা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচী ইস্যুতেও।
এ বিষয়ে তেহরানের সঙ্গে সরাসরি ওয়াশিংটন যোগাযোগ করছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।
আগামী শনিবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের কথা জানান তিনি।
এদিকে, সোমবার ইসরাইলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।