হুথিদের ওপর হামলার গোপন তথ্য ফাঁস, উত্তপ্ত মার্কিন রাজনীতি

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

হুথিদের ওপর হামলার গোপন তথ্য ফাঁসের ঘটনায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ফাঁস হওয়া কথোপকথনগুলো গোপনীয় ছিল না। তথ্য ফাঁসের দায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের দিকে ঠেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে পার্লামেন্টের গোয়েন্দা বিষয়ক কমিটির জেরার মুখে জাতীয় গোয়েন্দা প্রধান, সিআইএ পরিচালক ও এফবিআই প্রধান।

ইয়েমেনে হুথিদের ওপর মার্কিন বিমানবাহিনীর বোমা হামলার গোপনীয় কথোপকথন ফাঁসের পেরিয়ে গেছে দুই দিন। অথচ এ ঘটনায় এতটুকুও কমেনি উত্তাপ।

বুধবার (২৬ মার্চ) সিগন্যাল চ্যাটের সম্পূর্ণ কথোপকথন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্যা আটলান্টিক। যেখানে দেখা যায়, অভিযান শুরুর সময় ও বোমা হামলার স্থান ঠিক করে দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যদিও তার দাবি, ফাঁস হওয়া তথ্যগুলো গোপনীয় ছিল না বলে দাবি করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, 'কেউ যুদ্ধের পরিকল্পনা নিয়ে কথা বলেননি। এমনকি আমাদের যুদ্ধকালীন পরিকল্পনা শেষ মুহূর্তে পরিবর্তন হয়েছে। চ্যাটের মধ্যে ইউনিট, রুট, ফ্লাইট পথ, সোর্স, মেথড কিংবা গোপনীয় তথ্য আদান প্রদান করা হয়নি।'

বড় এই ঝড় মোকাবিলায় হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। তথ্য ফাঁসের দায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের দিকে ঠেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসাবধানতার প্রশ্ন এড়াতে ইয়েমেন অভিযানে সফলতার গুণকীর্তন করেন তিনি। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রীর সুরে সুর মিলিয়েছে হোয়াইট হাউজ। প্রেস সচিব জানান, তদন্তকারী দলকে প্রযুক্তিগত সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক।

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, 'ইলন মাস্ক তার প্রযুক্তিবিদদের আমাদের কাজে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন। কীভাবে সাংবাদিকের নম্বরটি গ্রুপ চ্যাটে যুক্ত হলো, বিষয়টি তারা খুঁজে বের করবেন। আবারও দায়িত্ব নিয়ে বলছি, এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'মাইক ওয়াল্টজ এর দায় স্বীকার করেছেন। তাই আমার ধারণা, এর সঙ্গে অন্য কেউই যুক্ত নন। আমাকে মাইকের নাম জানানো হয়েছে। কিন্তু দেখুন, আমাদের অভিযান অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে। অন্য সবকিছু বাদ দিয়ে আমাদের এ বিষয়ে কথা বলা জরুরি।'

গোপন তথ্য ফাঁসের বিষয়ে পার্লামেন্টের গোয়েন্দা বিষয়ক কমিটির জেরার মুখে দেশটির গোয়েন্দা প্রধানসহ তিন শীর্ষ কর্মকর্তা। এসময় গাফিলতির অভিযোগে প্রতিরক্ষামন্ত্রীসহ অভিযুক্তদের পদ ছাড়ার আহ্বান জানান ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তবে একে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের ভুল হিসেবে মন্তব্য করেন তুলসী গ্যাবার্ড।

এসএস