শুক্রবার (৭ মার্চ) স্কারবোরো ডিস্ট্রিক্টের ইস্ট ডাউনটাউনের একটি পাবে এই হামলা হয় বলে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হচ্ছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল। বাকি আটজনের অবস্থা সম্পর্কে এখনই কোনো তথ্য দিতে রাজি নন তদন্তকারী কর্মকর্তারা।
পুলিশ জানায়, হামলার পর ঐ বন্দুকধারী একটি ধূসর রঙের গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালায়। এ এসময় তার পরনে ছিল কালো হুডি।
এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বার্তা দিয়েছেন টরেন্টোর মেয়র। অবিলম্বে ঐ হামলাকারীকে আইনের আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি।