টরেন্টোর পিয়ারসন বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, আহত ১৮

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তে আহত হয়েছে ১৮ জন। সোমবার বিকেলে মিনিয়াপোলিস থেকে ৮০ জন আরোহী নিয়ে টরেন্টো আসছিলো ডেলটা এয়ারলাইন্সের ৪৮১৯ বিমানটি।

পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পুরোপুরি উল্টে যায় এটি। যদিও বিমানে থাকা সব যাত্রী, পাইলট ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে বিমানবন্দরটির সব কার্যক্রম। পরে বিকেল ৫ টার দিকে চালু হয় টা।

ঘটনার কারণ জানতে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে।

এএইচ