আলাস্কায় মার্কিন বিমান বিধ্বস্তে ১০ আরোহী নিহত

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

১০ দিনের ব্যবধানে তিনটি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। এবার আলাস্কায় বিমান বিধ্বস্তে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আলাস্কায় ১০ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। কেউই জীবিত নেই।

বৃহস্পতিবার বেরিং এয়ারলাইন্সের বিমানটি উনালাক্লিট থেকে নোমের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বেরিং সাগরের নরটন সাউন্ড নামক অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

রাডারের তথ্য বলছে, আকস্মিকভাবে উচ্চতা ও গতি হারাচ্ছিল বিমানটি। যদিও এর প্রকৃত কারণ এখনো জানাতে পারেননি কোস্ট গার্ড কর্মকর্তারা।

এর আগে ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারান ৬৭ জন। এর রেশ কাটতে না কাটতেই ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত হন আরও ৭ মার্কিন নাগরিক।

এএইচ