আইসিসিকে নিষিদ্ধ করে ট্রাম্পের নির্বাহী আদেশ জারি

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরাইলের বিরুদ্ধে আইসিসি'র অবৈধ ও ভিত্তিহীন ব্যবস্থার অভিযোগে এ পদক্ষেপ নিয়েছেন বলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জানান ট্রাম্প।

এ পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন বা মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে আইসিসি'র অনুসন্ধানের সাথে জড়িতদের বিরুদ্ধে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় এ ব্যবস্থা নিলেন ট্রাম্প।

গেলো নভেম্বরেই গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

এসএস