ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রবাসী

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এবার বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্রবাসী। লস অ্যাঞ্জেলেস, শিকাগো, আটলান্টিক সিটিসহ বেশ কয়েকটি শহরের ভিন্ন দেশের পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় লস অ্যাঞ্জেলেসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

২০ জানুয়ারি দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশেই শুরু হয় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান। প্রতিদিনই হাজারের ওপর অভিবাসীকে গ্রেপ্তার করছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী।

ট্রাম্পের কঠোর এই অভিবাসন নীতির বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আন্দোলনে নেমেছেন বাসিন্দারা। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। এসময় তাদের হাতে মেক্সিকো, গুয়াতেমালাসহ বিভিন্ন দেশের পতাকা ছিল। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে জড়ো হয়ে বিক্ষোভকারীরা সাময়িকভাবে বন্ধ করে দেয় ১০১ ফ্রিওয়ে।

বিক্ষোভকারীদের মিছিল ঘিরে লস অ্যাঞ্জেলেসে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। পরে দুটি আলাদা দলে ভাগ হয়ে সরে যায় আন্দোলনকারীরা।

ট্রাম্পের গণ-নির্বাসন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভে নামে শিকাগো শহরের বাসিন্দারাও। এ সময় অভিবাসী ও তাদের সমর্থকদের স্কুল ও অন্যান্য দৈনন্দিন কাজকর্ম বন্ধ রাখতে বলা হয়। আন্দোলনে তুলে ধরা হয় কৃষিসহ বিভিন্ন খাতে অভিবাসী শ্রমিকদের গুরুত্ব।

এদিকে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও অভিবাসী অধিকারের সমর্থনে বিক্ষোভ করেন শতাধিক মানুষ। অভিবাসীদের ফেরত পাঠানো বন্ধ করা এবং তাদের সরকারি পরিষেবার আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা।

এছাড়াও, ফিলাডেলফিয়ায় অভিবাসীদের সমর্থন জানিয়ে বন্ধ রেখেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

এসএস