চাইলেই ফেডারেল কর্মীদের পরিবর্তন করতে পারেন ট্রাম্প

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে সব ফেডারেল কর্মীদের চাইলেই পরিবর্তন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শুক্রবার, ৩১ জানুয়ারি) হোয়াইট হাউজের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


সরকারি ব্যয় কমাতে ফেডারেল কর্মীদের সংখ্যা কমিয়ে আনতেই ট্রাম্পের এ উদ্যোগ। নির্বাচনি প্রচারণার সময় এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তাই ক্ষমতা গ্রহণের পরই তা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন তিনি।

এর আগে লাখ লাখ ফেডারেল কর্মীদের আট মাসের বেতন নিয়ে সেচ্ছায় অবসরে যাওয়ার আহ্বান জানান তিনি। বিপুল সংখ্যক ফেডারেল কর্মীকে প্রাইভেট সেক্টরে কাজ করার পরামর্শ ট্রাম্পের।

এসএস