ট্রাম্পের অভিবাসন নীতি: বাড়বে নিরাপত্তা কমবে অপরাধের হার

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ব্যাপক সমালোচনা কুড়ালেও এর কিছু সুফলও রয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ১ কোটির বেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে। এতে অপরাধ কমার পাশাপাশি দেশটিতে মার্কিনসহ সব অভিবাসীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রে শান্তি ফেরাতে অবৈধ অভিবাসীদের গণ প্রত্যাবাসনে অনঢ় নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই উদ্দেশ্যে বাস্তবায়নে নির্বাহী আদেশের ফোয়ারা বইয়ে দিচ্ছেন তিনি।

এ অবস্থায় ২০ জানুয়ারি থেকে অনুপ্রবেশকারীদের আটক শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। সামরিক হেলিকপ্টারে তাদের পাঠানো হচ্ছে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে।

তালিকা অনুযায়ী মার্কিন মুল্লুকে নথিপত্রবিহীন ১ কোটি ১০ লাখ অভিবাসী থাকলেও ট্রাম্পের নজর অপরাধের সঙ্গে জড়িতদের প্রতি। সবার আগে তাদের বিতাড়িত করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এছাড়াও ট্রাম্পের কঠোর নীতিতে বাতিল হয়েছে প্রায় ১০ হাজার শরণার্থীর যুক্তরাষ্ট্রে আসা।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে আতঙ্ক ছড়ালেও এতে লাভবান হবেন বৈধরা। এ নিয়ে এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান বলছে- অভিবাসীদের ধরপাকড়ের সমালোচনায় আড়ালে পড়ে গেছে এর সুফল। কেননা, দেশটিতে থাকা বহু অবৈধ অভিবাসী অপরাধ করে বেড়াচ্ছেন হরহামেশা। তাদের অত্যাচারে অতিষ্ঠ মার্কিনসহ বিভিন্ন দেশ থেকে আসা বৈধ অভিবাসীরা।

ট্রাম্পের এ অভিযান সফল হলে যুক্তরাষ্ট্রে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ কমে আসতে পারে। নিরাপদ হবেন বৈধ অভিবাসীরা।

অবৈধদের ওপর চড়াও হয়ে পক্ষান্তরে বৈধপথে যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে উৎসাহিত করছে ট্রাম্প প্রশাসন। কেননা অবৈধদের অভিবাসীদের জায়গায় দেশটিতে তৈরি হবে নতুন সুযোগ। আর তাদের জন্য নিরাপদ আবাস গড়ার বিষয়ে বদ্ধপরিকর ট্রাম্প সরকার।

এএইচ