বিমান-সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ আরোহীর কেউই বেঁচে নেই

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ৬৭ আরোহীর কেউই আর বেঁচে নেই। আর কয়েক ঘণ্টা পরই বন্ধ ঘোষণা করা হবে উদ্ধারকাজ। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে সিএনএন।

এরইমধ্যে উদ্ধার করা হয়েছে আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানের ব্লাকবক্স। তবে জানা যায়নি দুর্ঘটনার কারণ। যদিও দেশটির 'ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড'কে তদন্ত শেষে ৩০ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ হোয়াইট হাউজের।

দুর্ঘটনার কারণ নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে কাঁদা ছুড়াছুড়ি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনিয়মকেই দুষছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প।

এছাড়াও সামরিক বিমানের কন্ট্রোল রুমের গাফিলতিকেও দায়ী করছেন তিনি।

এসএস