যদিও ক্যাপিটাল ওয়ান অ্যারিনা থেকে একসঙ্গে ২০ হাজার সমর্থক ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান স্ক্রিনে দেখতে পারবেন।
এছাড়াও এই ইনডোর ভেন্যুতে আয়োজন করা হবে প্রেসিডেনশিয়াল প্যারেড। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগানের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় ক্যাপিটল হিলের ভেতরে।
সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাজধানীর তাপমাত্রা নেমে আসবে মাইনাস ১১ ডিগ্রিতে।
এর আগে ১৮৪১ সালে মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শপথ নেন নবম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি। তীব্র শীতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় মারা যান তিনি।