গেল সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টায় জীবন্ত আগ্নেয়গিরি কিলোওয়া থেকে উত্তপ্ত লাভা বের হতে শুরু করে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার পর অগ্নুৎপাতের পরিমাণ কমে আসায়, হাওয়াইয়ান 'ভলক্যানো অবজারভেটরি' দল জানায়, আপাতত কিলোওয়া আগ্নেয়গিরি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এরপর গেল বুধবার, আগ্নেয়গিরির আশেপাশের অঞ্চলে 'লাল সতর্কতা' তুলে নিয়ে 'কমলা সতর্কতা' জারি করেছে স্থানীয় প্রশাসন।
বিখ্যাত এই আগ্নেয়গিরি থেকে পাথর খসে পড়ার আশঙ্কা থাকায় ২০০৭ সাল থেকে জনসাধারণের জন্য বিশেষ এই অঞ্চলটি নিষিদ্ধ করা হয়।
দর্শনার্থীদের জন্য খোলা হয় হাওয়াই ভলক্যানোস ন্যাশনাল পার্ক। ভূপৃষ্ঠ থেকে ২৬২ ফুট উঁচু এই পার্কে বেড়াতে এলে দেখা যাবে কিলোওয়া আগ্নেয়গিরির অপরূপ সৌন্দর্য।