বেশ কয়েকটি সূত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ।
যদিও বেইজিংয়ের পক্ষ থেকে আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে কি না, বিষয়টি প্রতিবেদনে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ওয়াশিংটনের চীনা দূতাবাস।
সম্প্রতি এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে। নির্বাচনে জয়ের পর চীনা পণ্যের ওপর ৭০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।