রঙ-বেরঙের ৫০ হাজার এলইডি বাতির আলোয় ঝলমল করছে ৭৪ ফুট লম্বা ক্রিমমাস ট্রি। বর্ণিল আলোয় ভাসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের রকফেলার সেন্টার। পর্যটক আর স্থানীয়দের এই উচ্ছ্বাস বলে দিচ্ছে, বড় দিন আসতে আর বেশি দেরি নেই।
যুক্তরাষ্ট্রের আইকনিক এই ক্রিসমাস ট্রির সাথে জড়িয়ে আছে ৯১ বছরের পুরনো ঐতিহ্য আর সংস্কৃতি। ১৯৫৯ সালের পর এই প্রথম ম্যাসাচুসেটসের ওয়েস্ট স্টকব্রিজ থেকে আনা হয়েছে নরওয়ে স্প্রুস জাতীয় এই গাছটি। রকাফেলার সেন্টারের আশেপাশের রেস্তোরাঁ ও বিপণি বিতানের জানালা সাজানো হয়েছে বড় দিনের থিমে। আর ঠিক এক সপ্তাহের ব্যবধানে কর্মব্যস্ত ম্যানহাটন পরিণত হবে উৎসবের নগরীতে।
বড় দিনের উন্মাদনা শুরু হয়েছে সিটি অব অ্যাঞ্জেল খ্যাত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। শহরের প্রধান সড়ক, সমুদ্র সৈকত এমনকি চিড়িয়াখানাগুলোতেও চোখে পড়ছে ক্রিসমাসের সাজ। ছুটির মৌসুম শুরুর আগেই প্রস্তুত পর্যটকদের অন্যতম প্রিয় শহর লস অ্যাঞ্জেলেস। পিছিয়ে নেই ইলিনয়ের শিকাগোও। মিলিনিয়াম পার্কে বসানো হয়েছে শিকাগোর প্রধান ক্রিসমাস ট্রি। শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে জনপ্রিয় কার্টুন চরিত্ররা। পর্যটকদের বাড়তি আনন্দ দিতে নেয়া হয়েছে এই অভিনব উদ্যোগ।
ক্রিসমাসের আলোয় ঝলমল করছে যুক্তরাজ্যের লন্ডনও। এলইডি বাতির আলো আর জমকালো সাজে পর্যটকদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত রিজেন্ট স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিট, ট্রাফেলগার স্কয়ার, কোভেন্ট গার্ডেনসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্ট।
ইউরোপজুড়ে বড়দিনের যে উন্মাদন চলছে তাতে সামিল জার্মানিও। ক্রিসমাস উপলক্ষ্যে আলোকিত করা হয়েছে ঐতিহাসিক ব্র্যান্ডেনবার্গ গেট। রাজধানী বার্লিনে বসেছে শতাধিক ক্রিসমাস স্টল। হাতে তৈরি পোশাক, গ্রিল সসেজ আর ওয়াইনের পসরা সাজিয়েছেন দোকানিরা।
ক্রিসমাসের আমেজ শুরু হয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও। লাখো মানুষের মৃত্যুশোক আর রুশ বাহিনীর হামলার আশঙ্কা পাশে রেখেই ওয়ান্ডারল্যান্ডের সাজে সেজেছে রাজধানী কিয়েভ। শতবর্ষের পুরানো সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের ক্রিসমাস ট্রি ঝলমল করছে ইউক্রেনের পতাকার নীল-হলুদ রঙে।
বড়দিন আসার আগেই বেলজিয়ামের ব্রাসেলসে জমে উঠেছে ক্রিসমাসের বেচাকেনা। আইকনিক গ্র্যান্ড প্যালেস সাজানো হয়েছে চোখ ধাঁধানো আলোয়। ক্রিসমাসের এই নয়নাভিরাম লাইট শো দেখতে শহরের অলিগলিতে এরইমধ্যে ভিড় করছেন নানা বয়সী পর্যটক ও স্থানীয়রা।
ক্রিসমাস আসার আগেভাগেই সেজে উঠেছে পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ার। ৭ ডিসেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নেটিভিটি আর জ্বালানো হয়েছে হাজার হাজার এলইডি আলো। আল পাইন প্রদেশ থেকে আনা হয়েছে ২৯ মিটার লম্বা ক্রিসমাস ট্রি। বনের সবচেয়ে প্রবীণ গাছগুলোর একটিকে বেছে নেয়া হয়েছে যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়।
ক্রিসমাস উপলক্ষ্যে উৎসবের রঙ লেগেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, চিলি ও ভেনেজুয়েলায়ও। সান্তা ক্লজের সাথে ট্রেন ভ্রমণের অভিনব এক আয়োজন করেছে কলম্বিয়া। ট্রেনে চড়ে পাহাড়ি অঞ্চল প্রদক্ষিণের সময় পর্যটক ও স্থানীয়দের জন্য পোড়ানো হবে আতশবাজি। বড়দিন উপলক্ষ্যে চিলির স্যান্টিয়াগোতে নামানো হয়েছে হলিডে ক্যারাভ্যান। আর সান্তা ক্লজের এই ক্যারাভ্যান শোভাযাত্রা দেখতে চিলির রাস্তায় মানুষের ঢল। আর ভেনেজুয়েলায় রীতিমতো হার্লি ডেভিডসন বাইকে করে শহরময় ঘুরছেন সান্তা দাদু। দেশজুড়ে শুরু হয়েছে ক্রিসমাসের আগাম উদযাপন।