এর আগে এই অভিবাসীদের আটকের পর নিবন্ধনের জন্য গুয়াতেমালা মাইগ্রেশন ইনস্টিটপাঠায় যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়।
দেশে ফিরে অভিবাসীরা বলছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তাদের একটাই দাবি, অস্থায়ীভাবে হলেও শ্রমিক ভিসায় শরণার্থীদের যেন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেয়া হয়।
প্রতিবছর উন্নত জীবনের আশায় হাজার হাজার লাতিন আমেরিকান মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র অনুপ্রবেশের চেষ্টা করেন। সম্প্রতি মেক্সিকোতে অবস্থানরত ভেনেজুয়েলানরা শরণার্থী ইস্যুতে ট্রাম্পকে সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।