উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কামালার

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস। পাশাপাশি ডেমোক্র্যাট সমর্থকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনে পরাজিত হওয়ার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে কামালা বলেন, নির্বাচনে আমরা প্রত্যাশিত ফল পাইনি। তবে আমাদের লড়াই থেমে থাকবে না।

প্রেসিডেন্টের পদ বা দলের জন্য আনুগত্য না করে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি সম্মান দেখিয়েছি। নির্বাচনী ফলাফল আমরা মেনে নিয়েছি।

তবে প্রচারণার সময় সমর্থকেরা যে লড়াই করেছে তা অস্বীকার করার অবকাশ নেই। হাওয়ার্ড ইউনিভার্সিটির মঞ্চে দেয়া কামালার বক্তব্যের সময় তার সমর্থকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এএইচ