উত্তর আমেরিকা
বিদেশে এখন
Print Article
Copy To Clipboard
0
যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধকে সমর্থন করে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধকে সমর্থন করে না বলে বিজয় ভাষণে সাফ জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে বিজয়ী বীরের বেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। তিনি জানান, তার শাসনামলে পৃথিবী কোনো যুদ্ধ দেখেনি। ভবিষ্যতেও এ নীতিতে অবিচল থাকার নিশ্চয়তা দিয়েছেন ৭৮ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা। এদিন রিপাবলিকান সমর্থকদের অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর চেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন আসেনি। প্রতিশ্রুতি দেন, সীমান্ত সংকটসহ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
এসএস
এই সম্পর্কিত অন্যান্য খবর