ট্রাম্পের বোমা হামলার হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি ইরানের

বিদেশে এখন
0

পারমাণবিক চুক্তি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুংকার দিয়ে বলেছেন, ওয়াশিংটন সহিংসতার সূত্রপাত ঘটালে কঠিন জবাব দেবে তেহরান।

ইরানকে বোমা মেরে উড়িয়ে দেয়াসহ বাণিজ্যিক অবরোধ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে পারমাণবিক চুক্তি বিষয়ে হোয়াইট হাউজের পাঠানো প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করায় গত রোববার (৩০ মার্চ) এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর থেকে চিরশত্রু ইরান-মার্কিন উত্তেজনা তুঙ্গে।

এ অবস্থায় সোমবার (৩১ মার্চ) পাল্টা হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও। জানালেন, ট্রাম্প সত্যি এমনটি করলে যুক্তরাষ্ট্রকেও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইসরাইল সবসময়ই আমাদের শত্রু। তারা আমাদের আক্রমণের হুমকি দিয়েছে, তবে তা খুব সম্ভাব্য বলে আমরা মনে করি না। সত্যি যদি তারা কোনো ধরনের সহিংসতার সূত্রপাত ঘটাতে চায়, তাহলে অবশ্যই তাদের শক্ত জবাব দেয়া হবে।'

মার্কিন শক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে যেতে যায় ইরান। এ অবস্থায় মিত্র এবং নিজেদের নিরাপত্তার স্বার্থে যেকোনো বিদেশি হুমকির মোকাবিলায় অস্ত্র ভাণ্ডার সম্মৃদ্ধ করছে তেহরান।

প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে ২০১৫ সালে হওয়া পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানের ওপর চাপিয়ে দেন ব্যাপক নিষেধাজ্ঞা।

এসএস