বিদ্যুৎচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক পুরো যুক্তরাষ্ট্রে জুড়ে সুইংস্টেটগুলোয় রিপাবলিকান প্রার্থীর পক্ষে জোরালোভাবে প্রচারণা অংশ নেন।
এছাড়া ট্রাম্পের প্রচারণা শিবিরে হাজারো সমর্থকদের জন্য পাম বিচ কনভেনশন সেন্টারে একটি ওয়াচ পার্টির আয়োজন করেন।
সাবেক প্রেসিডেন্টের সমর্থনে গঠিত পলিটিক্যাল অ্যাকশন কমিটি ‘আমেরিকা পিএসি’কে ১১ কোটি ৯০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছেন এই প্রযুক্তি উদ্যোক্তা। চলতি বছরের শুরুর দিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিজের সমর্থনের ঘোষণা দেন ইলন মাস্ক।
গতকাল (মঙ্গলবার, ৫ নভেম্বর) নিজের একটি ছবি পোস্ট করে তিনি এক্সে জানান, ফ্লোরিডায় যাওয়ার আগে তিনি টেক্সাসের ক্যামেরন কাউন্টিতে ভোট দিয়েছেন। এরপরে সন্ধ্যায় তিনি এক্সে লিখেন,‘গেম, সেট অ্যান্ড ম্যাচ’।
এদিকে মঙ্গলবার রাতে পাম বিচ কনভেনশন সেন্টারে ট্রাম্পের সদর দপ্তরে সমর্থকরা ফলাফলের অপেক্ষায় জড়ো হওয়ায় প্রচারণা শিবির বেশ আত্মবিশ্বাসী ছিল। এক পর্যায়ে তার সমর্থকরা ওয়াইএমসিএতে নেচে গেয়ে উৎসবও করেন। অন্যদিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যকে ট্রাম্পের জয়ের আভাস পাওয়ার পরই সমর্থকরা জড়ো হয়ে উল্লাস করেন, যদিও অঙ্গরাজ্যটিতে ট্রাম্পের জয় নিয়ে কখনো কোনো সন্দেহ ছিল না।
এদিকে সাবেক কংগ্রেসওম্যান তুলসি গ্যাবার্ডও মার-এ-লাগো রিসোর্টে উপস্থিত ছিলেন। তিনি বিবিসিকে ট্রাম্পের জয়ের বিষয়ে আশাবাদী বলে জানান।
এছাড়া হিলটন হোটেলের পাশে একটি ফর্মালওয়্যার ইভেন্টে, আইওয়া রিপাবলিকান প্রতিনিধি ডেবোরাহ ইয়ান্না বলেন, ‘এ সময়টি তার কাছে ক্রিসমাসের সকালের মতো লাগছে।’
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউসে আবার আসবেন, তখন তিনি আমেরিকাকে আবারো আলোকসজ্জায় সজ্জিত করবেন।’
এদিকে ট্রাম্পের হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন, আজ রাতে ওয়াশিংটন ডিসির পাঁচ তারকা হোটেল উইলার্ড হোটেলে একটি নির্বাচনী ওয়াচ পার্টির আয়োজন করার পরিকল্পনা করেছেন। মার্কিন কংগ্রেস অবমাননার দায়ে চার মাস কারাভোগের পর এক সপ্তাহ আগে ফেডারেল কারাগার থেকে মুক্তি পান ব্যানন।