উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্প ঘাঁটি আইওয়াতেও এগিয়ে কামালা!

ট্রাম্পের ঘাঁটি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে জনমত জরিপে এবার এগিয়ে গেছেন কামালা হ্যারিস। এ অঙ্গরাজ্যের বাসিন্দাদের মধ্যেও দুই প্রার্থী নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও, আগাম ভোটের দিক দিয়ে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

একবারে দোরগোড়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শেষ মুহূর্তে এসেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের মধ্যে। ভোটারদের কাছে ক্লান্তিহীনভাবে ছুটছেন দুই প্রার্থী।

স্মরণকালের সবচেয়ে টানটান উত্তেজনার এই নির্বাচনে আগাম ভোট পড়েছে রেকর্ড সংখ্যক। আইওয়া অঙ্গরাজ্যটি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যদিও সবশেষ জনমত জরিপে এই অঙ্গরাজ্যে জোরালো সমর্থন পেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। ২০২০ এবং ২০১৬ সালের নির্বাচনে আইওয়াতে সহজেই জয় পেয়েছিলেন ট্রাম্প।

আইওয়া স্টেট ইউনিভার্সিটির কর্মকর্তা মুহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের ভেতরে খুব ন্যারো একটি গ্যাপ দেখতে পাচ্ছি। দু'পক্ষের ভেতরেই একটি হাড্ডাহাড্ডি লড়াই বিরাজমান। ব্যাটেলগ্রাউন্ডগুলো দেখলে আমরা দেখতে পাই যে ট্রাম্পের জন্য কিছুটা সহজ আছে গ্রাউন্ডগুলো। সেক্ষেত্রে কামালা হ্যারিসের জন্য একটু জটিল সমীকরণ আছে।’

প্রার্থী নিয়ে মার্কিন জনগণের মধ্যেও আছে মিশ্র প্রতিক্রিয়া। তারা প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকেই চান, যিনি মার্কিন অর্থনীতি নিয়ে কাজ করবেন এবং বিশ্বে চলমান যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবেন।

যুক্তরাষ্ট্রের আইওয়ার কৃষি বিজ্ঞানী ব্রায়ান জি. মিস বলেন, ‘ইউরোপ এবং মধ্যপ্রাচ্যজুড়ে এখন সংঘাত চলছে। যুক্তরাষ্ট্রের এমন একজন প্রেসিডেন্ট প্রয়োজন যিনি এসব সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারবেন। আমার মতে ডোনাল্ড ট্রাম্প একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তার অর্থনৈতিক নীতি যুক্তরাষ্ট্রের ব্যবসার জন্য ভালো। বিশ্বনেতাদের সঙ্গেও তার ভালো সম্পর্ক আছে।’

যুক্তরাষ্ট্রের আইওয়ার সাবেক আইনজীবী জন ক্লাউস বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যিনি আসুক, তাকে মানবিক, ভালো মানুষ এবং অবশ্যই তার আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য একজন ভালো প্রেসিডেন্ট হবেন না । কারণ ট্রাম্প অনেকটা রগচটা। বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে কামালা হ্যারিসে বিকল্প নেই।’

জরিপ বলছে, ট্রাম্পের শক্ত ঘাঁটি আইওয়াতে কামালার অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন নারী ভোটাররা।

এসএস