উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে ১৯ হাজার একর বনাঞ্চল

ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। অঙ্গরাজ্যটির অরেঞ্জ কাউন্টিতে ছড়িয়ে পড়া নজিরবিহীন এ দাবানলের নাম দেয়া হয়েছে এয়ারপোর্ট ফায়ার, যে আগুনে এরইমধ্যে পুড়ে ছাই ১৯ হাজার একর বনাঞ্চল। পরিস্থিতি মোকাবিলায় এরইমধ্যে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে।

কমলা রং ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার আকাশ। কিন্তু এই আলো গোধুলির আলো নয়, আগ্রাসী দাবানলের কমলা রং। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় বনাঞ্চলে সৃষ্ট ভয়াবহ এ দাবানলে বিপর্যস্ত গোটা অঞ্চল।

এয়ারপোর্ট ফায়ার নামে এই দাবানল দক্ষিণাঞ্চলের অরেঞ্জ কাউন্টিতে ছড়িয়ে পড়েছে। কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না দমকল কর্মীরা। দাউ দাউ করে আগুন জ্বলছে অরেঞ্জ কাউন্টি, স্যান বার্নার্দিনিও কাউন্টিসহ নিকটবর্তী নদীসংলগ্ন সব কাউন্টিতে। স্যান বার্নার্দিনিও কাউন্টিতে ভয়াবহ এ আগুন জ্বলছে পাঁচ দিন ধরে।

পাহাড়ি এলাকা সান্তাগিও পিকের পুরোটাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা। তাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে আশপাশের এলাকায়। দাবানলে পুড়ছে অরেঞ্জ কাউন্টির ট্রাবুকো ক্যানিয়নও।

দাবানল জ্বলছে নেভাদা আর ওরেগনেও। পরিস্থিতি মোকাবিলায় এখন পর্যন্ত কয়েক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে এখনও সক্রিয় এয়ারপোর্ট ফায়ার আর লাইন ফায়ার। চলতি বছর বৈরি আবহাওয়ার কারণে তীব্র পরিবেশ বিপর্যয়ের কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া।

এসএস