এমন এক সময়ে এ ঘোষণা এলো, যখন বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে রাশিয়াকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে তেহরান।
এই তথ্য দৃঢ়তার সঙ্গে নাকচও করেনি মস্কো।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। যদিও যুক্তরাষ্ট্রের দানি তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত নেই।
ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথা বলেছে ক্রেমলিন। অস্ত্র সরবরাহের বিষয়টি ইরানও অস্বীকার করেছে।
স্থানীয় সময় সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তেহরানের সঙ্গে মস্কোর এই নতুন সম্পর্কের কথা জানান।