উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রুশ সাংবাদিকের শাস্তি!

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রুশ গণমাধ্যম আরটির দুই সাংবাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার দপ্তরের অভিযোগ, অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে মিথ্যা তথ্য ছড়ানোর কাজ করেছিলেন তারা। এদিকে দুই সাংবাদিকসহ আরটির শীর্ষ ছয় সাংবাদিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ দপ্তর।

প্রতি চার বছর অন্তর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। আর প্রতি নির্বাচনের আগেই উঠে আসে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনও এর ব্যতিক্রম নয়।

নির্বাচন ঘিরে রাজনৈতিক বিভাজন তৈরির অভিযোগে এবার রুশ গণমাধ্যম আরটির দুই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার (৪ সেপ্টেম্বর) মার্কিন বিচার দপ্তর থেকে জানানো হয়, নির্বাচনে হস্তক্ষেপের লক্ষ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে ছদ্মনাম ও প্রতিষ্ঠান ব্যবহার করে একটি মার্কিন প্রযোজনা সংস্থাকে এক কোটি ডলার দেয়া হয়। দুই সাংবাদিকের বিরুদ্ধে অর্থপাচার ও গুপ্তচরবৃত্তির অভিযোগও আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড বলেন, 'নির্বাচনে হস্তক্ষেপ করতে আরটি ও তার কর্মীরা এক কোটি ডলার ব্যয় করেছে। টেনেসিভিত্তিক প্রতিষ্ঠানকে এই অর্থ দেয়া হয় রাশিয়া সরকারের সমর্থনে মিথ্যা তথ্য প্রকাশ করার জন্য।'

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইতোমধ্যেই প্রোপাগান্ডামূলক ভিডিওগুলো দেখা হয়েছে ১ কোটি ৬০ লাখ বারের বেশি। দুই সাংবাদিকের পাশাপাশি আরটির এডিটর ইন চিফ ও তিন শীর্ষ সাংবাদিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ দপ্তর। এছাড়াও মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে প্রোপাগান্ডা ছড়ানো ও ইউক্রেনের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনসমর্থন কমাতে কাজ করা ৩২টি ইন্টারনেট ডোমেইন জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি রাশিয়া টুডে। তবে, অভিযুক্ত সাংবাদিকের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মার্কিন জনমতকে প্রভাবিত করতে প্রতি নির্বাচনের আগেই রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনেও মস্কোসহ বিভিন্ন দেশের সরকারের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল ওয়াশিংটন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর